বর্তমান পৃথিবীর সবথেকে বড়ো ভিলেন করোনা ভাইরাস।এই মরণ কারণে পৃথিবীর প্রতিটি দেশে লকডাউন চলছে।কারণ এখনও পর্যন্ত বিজ্ঞানীরা এই মহামারী করোনা ভাইরাসের ঔষধ তৈরি করতে পারেনি।তবে বিজ্ঞানীরা দিন-রাত ২৪ ঘন্টা চেষ্টা করে চলেছে।বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান পৃথিবীর করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ করার একমাত্র ওষুধ হলো লকডাউন।কারণে করোনা ভাইরাস মানুষ থেকে মানুষের শরীরে দ্রুত গতিতে ছড়িয়ে পরে।লকডাউন অর্থাৎ মানুষের সঙ্গে মানুষের মেলামেশা বন্ধ করার ফলে করোনা ভাইরাসে কিছুটা কমে।বর্তমানে ভারতে ২১ দিনের লকডাউন প্রায় শেষ হওয়ার দিকে।তবে অনুমান করা হচ্ছে লকডাউন শেষ হওয়ার পর আরও লকডাউন চলবে।
তবে ভারতবাসী লোকডাউনের সুফল এখন থেকে পেতে শুরু করেছে।মিশিগান বিশ্ববিদ্যালয়ের গবেষক ভ্রমর মুখোপাধ্যায় বলেন ভারতে এই লকদোনের ফলে আগামী সপ্তাহে আক্রান্তের হার অনেকটা কমে যাবে।এছাড়া জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের গবেষক দেব্রশ্রী রায়ের মতে, যদি ভারত সরকার এপ্রিল মাসের শেষ পর্যন্ত লকডাউন চালায় তাহলে ভারতে করোনা ভাইরাসের সংক্রমণের হার অনেক কমে যাবে।এছাড়া এই দুই গবেষক ভারতে সময় মতো লকডাউন ডাকার জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া কেন্দ্র স্বাস্থ মন্ত্রক জানান, যদি ভারত সরকার করোনা নিয়ে লকডাউনের সঠিক সিদ্ধান্ত নিয়েছে।সরকার যদি এই সিদ্ধান্ত না নিতো তাহলে ভারতে ১৫ ই এপ্রিল পর্যন্ত প্রায় ৮.২ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতেন।তবে যাই হোক লকডাউনের কারণে ভারতের মতো জনবহুল দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে।তবুও আজ পর্যন্ত ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৭ হাজারেরও বেশি মানুষ।তবে এর মধ্যে অনেক মানুষ সুস্থ হয়ে উঠেছেন।
Post a comment